দর্শনা কেরুজ ষ্ট্যাফ কোয়ার্টারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানা পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মেদ আলী বিশ্বাস, এসআই সোহেল ও এ এস আই বশির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন কেরুজ ষ্ট্যাফ কোয়ার্টারের একটি কক্ষে।
এ অভিযানে কোয়ার্টারের একটি কক্ষে বসে মদ ও গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে আটক সহ মাদক সেবনকারীদের নিকট থাকা মাদকদ্রব্য মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এরপর ঘটনাস্থলে বসানো হয় ভ্রাম্যমান আদালত। এ আটক ব্যাক্তিদের ভ্রাম্যমান আদালতে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬/১ ধারায় স্বরনীয় ৫ ধারা মোতাবেক প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস। দন্ডপ্রাপ্তরা হলেন দর্শনা আনোয়ারপুরের রুহুল আমিনের ছেলে আশরাফ আলী (৪০), কেরুজ হাসপাতাল পাড়ার সবেদ খাঁর ছেলে সুজন (৩৫) ও কেরুজ পিও কোয়ার্টারের আব্দুর রহমানের ছেলে মাইনউদ্দিন লিটন (৪৫)।
পরে মাদক সেবনকারীদের নিকট হতে উদ্ধার হওয়া মদ ও গাঁজা সহ মাদক সেবনের সরোঞ্জাম ঘটনাস্থলেই আগুণে পুড়িয়ে ধ্বংশ করা হয়। সেই সাথে কারাদন্ডপ্রাপ্ত সকল আসামীকে পাঠানো হয় চুয়াডাঙ্গা জেলা কারাগারে।