চুয়াডাঙ্গার দর্শনায় কেরু উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ৫ শিক্ষকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (৭ ফ্রেব্রয়ারি) সকাল ১১ টার দিকে কেরু উচ্চ বিদ্যালয় চত্তরে এ বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় তিনি বলেন, যারা বিদায় নিচ্ছেন কর্মক্ষেত্রে আপনাদের সাথে কাজের স্বার্থে ভুল হতে পারে। তাই নিজ গুনে ক্ষমা করে দেবেন, জীবনে স্বাভাবিকভাবেই আমাদেরকে বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। আর তাই বিদায় অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন,আপনার এই দীর্ঘ শিক্ষক জীবনে আপনারা যে উজ্জ্বল দীপ্তি দিয়ে আমাদের সকলকে আলোকিত করেছেন, তা দু’এক কথায় বলে শেষ করা যাবে না। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারো বিদায়ী শ্রদ্ধেয় শিক্ষককে জানাই শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেরু এ্যান্ড কোম্পানীর মহা ব্যাবস্থাপক এ ডি এম ইউসুফ আলী,কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৯ম বারের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ,এ ছাড়া স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সংবর্ধনা ও বিদায়ী শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, মোছাঃ লতিফা খাতুন, আশরাফ হোসেন, মঈন উদ্দিন, ইকবাল রেজা। পরে কেরু উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষকদের মাঝে ক্রেষ্ট ও মানপত্র উপহার সামগ্রী দেওয়া হয়।এ সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারক।