দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী সফল অভিযান চালিয়েছে। এ অভিযানে ১ কেজি গাঁজাসহ সাইবুর রহমান নামের এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে।
সে দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার ফরজ মল্লিক ওরফে বুড়োর ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের
এসআই আহম্মদ আলী ও এএসআই মারুফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পুরাতন বজার মোড়ে। এসময় রামনগর অভিমুখ হতে দর্শনা বাসস্ট্যান্ড গামী একটি মোটরসাইকেলের পথ গতিরোধ করে পুলিশ। এরপর তার কাছ হতে ভারতীয় পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজাসহ একটি নম্বর বিহীন পালসার মটরসাইকেল সহ সাইবুর রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাইবুর রহমান দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার ফজর মল্লিক ওরফে বুড়োর ছেলে। এ ঘটনায় সাইবুর রহমানকে গ্রেফতার ও একই এলাকার আজিম উদ্দিনকে পালাতক দেখিয়ে থানার এসআই আহম্মদ আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।