দর্শনায় গাঁজাসহ রিনা বেগম (৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
জানাগেছে শনিবার সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার অফিসার এসআই (নিঃ) শামীম রেজা, এএসআই (নিঃ) সানোয়ার হোসেন, এএসআই (নিঃ) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
এসময় দর্শনা থানাধীন পশ্চিম রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে রিনা বেগমকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
রিনা বেগম রুদ্রনগর মাদ্রাসাপাড়ার মৃত আজাদুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।