গুণগতমান সম্পন্ন বীজআখের ব্যবহার শীর্ষক মাঠ দিবস দর্শনা আকন্দবাড়িয়া বাংলাদেশ সুগারক্রপ গবেষণা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা উপকেন্দ্রের দর্শনা আকন্দবাড়ীয়া বাংলাদেশ সুগারক্রপ গবেষণা কেন্দ্রর মাঠে এ মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়।
পাবনা ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে এবং কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো.ওমর আলীর সভাপতিত্বে ও পাবনা ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজের সঞ্চালনায় এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) যুগ্ন সচিব ও পরিচালক পুলক কান্তি বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমান, চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (সিপিই) গিয়াস উদ্দিন।
এ মাঠ দিবস অনুষ্ঠানে আখচাষীদের মধ্যে বক্তব্য রাখেন, আখচাষী শামিম হোসেন, মিজানুর রহমান ও মোমিনুল ইসলাম।
মাঠ দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভুঁইয়া, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.ইমাম হোসেন ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া উপকেন্দ্রের ইনচার্জ ওমর খৈয়ম। অনুষ্ঠিত এ মাঠ দিবসে শতাধিক আখচাষী উপস্থিত ছিলেন।