দর্শনা পৌরসভা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের উন্নয়ন কাজে নিয়োজিত ড্রেন নির্মাণ শ্রমিকদের নিকট চাঁদা না পেয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে দূর্বৃত্তরা। এতে ১৫ জন শ্রমিক আহত হয়েছে।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলেন, সুলতানপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজিবার রহমান (৪৫), মদনা গ্রামের আব্দুল করিমের ছেলে আকবার আলী (৬০), মদনা গ্রামের আলিহিমের ছেলে রেজাউল ইসলাম (২৬), পারকৃষ্ণপুর গ্রামের আকবার আলীর ছেলে ইসরাফিল হোসেন (৪২), রামনগর গ্রামের শ্রী চরণের ছেলে বিজয় (২২) সহ ১০ জন ।
আহত রাজমিস্ত্রী ইসরাফিল হোসেন জানান, ঘটনার সময় ঈশ্বরচন্দ্রপুর গোরস্থান পাড়ায় ড্রেন নির্মাণের কাজ করছিলাম । এসময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মিলন (২৫), মৃত ওভির ছেলে আরাফ (৪৫) ও মৃত আশকার আলীর ছেলে আবুল কাশেম (৪৮) সহ ১০/১২জন আমাদের লাঠি ও ইট দিয়ে পিটিয়ে জখম করে। কয়েকদিন যাবৎ তারা টাকা ও কাজের সময়সীমা জানতে চাই।
আমরা বলি- আমরা মিস্ত্রী, আমরা টাকা কোথায় পাবো? কাজের কনক্টাটর কাজের সময়সীমা জানে , আমরা এসব জানিনা। এরপর আমার কাছে ২ হাজার টাকা চাই এবং বলে লুঙ্গি খোল, খটে টাকা আছে। আমি লুঙ্গী খুলে ঝাড়া দিলে লেবারদের বেশ কিছু টাকা ছিল সেগুলো নিয়ে নেয়। এছাড়া লেবার সহকারী সরদার আহত আজিবার রহমান এর নিকট থাকা লেবারদের দুই দিনের ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানান।
এদিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে জনি (২৩) গত কয়েকদিন আগে ডাক্তারের নিকট যাওয়ার সময় তার কাছে থাকা ৫৪০ টাকা ছিনিয়ে নিয়ে একই গ্রামের ওভির ছেলে আরাফাত মদ খায়। এ নিয়ে গ্রামে বেশ বাক-বিতন্ডা হয়। এ বিষয়ে হেড মিস্ত্রী ইসরাফিল হোসেনসহ ৫ জন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে গতকাল বিকালে দর্শনা থানায় একটি অভিযোগ করেছে।
এ ঘটনায় পুলিশ আবুল কাশেম নামের এক জন ব্যক্তিকে আটক করেছে।