চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা- মুজিবনগর সড়কে বাংলাদেশ হরিজন সম্প্রদায় পরিষদের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকাল ৫ টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা আমতলা মন্দিরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরিষদের নেতারা বলেন, বর্তমানে নতুন করে মন্ত্রণালয় বিভাগে আউটসোর্সিংয়ের নামে পরিশ্রম কর্মী পদে নিয়োগে বানিজ্য ও দুর্নীতি করা হচ্ছে।
বাংলাদেশের প্রতিটা পৌরসভায় পরিশ্রমই পরিচ্ছন্ন কর্মী হিসেবে ১ হাজার ২ শত টাকা থেকে ৬ হাজার টাকা বেতন দেওয়া হয়। বর্তমান বাজার মূল্য হিসাব করলে আমাদের বেতন কম পক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঝাড়ুদার, কেনিয়ার, সুইপার পদে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৮০ ভাগ কোটা বরাদ্দ করতে হবে। মেধার ভিত্তিতে বিসিএস সহ সকল চাকরিতে কোটা দিতে হবে।
আমাদের জীবন যাত্রায় বৈষম্য দূর করার দাবি করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলার সভাপতি রামু কুমার বাসফোঁড়, সাধারণ সম্পাদক শ্রী রতন বাসফোঁড় ও সাংগঠনিক সম্পাদক শ্রী জিতেন বাসফোঁড় প্রেম।