দর্শনার পারকৃষ্ণপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু কন্যা সুমাইয়া খাতুনকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে ধর্ষক মুমিনুল ফাঁসির দাবীতে সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় দর্শনা প্রেসক্লাবের সামনে দর্শনা থানা উলামা পরিষদের উদ্যোগে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি হজরত মাওলানা মুফতি হাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, হজরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা মুফতি জুনায়েত।
হাজী গোলাম কিবরিয়ার তার বক্তব্যে পুলিশ প্রসাশনকে ধন্যবাদ ও প্রসংশা করে বলেন, গত ১লা ফেব্রুয়ারী পারকৃষ্ণপুর গ্রামের শিশু কন্যা সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার ২০ মিনিটের মধ্যে পুলিশ ধর্ষক মুমিনুলকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা তার দ্রুত ফাঁসি কার্যকর চাই। যদি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে সমাজের যুবকরা আরো উৎসাহিত হবে। এমন শাস্তি দেয়া হোক যাতে এ ধরণের ন্যাককার জনক কাজে কেউ উৎসাহিত না হয়।
এছাড়া তিনি প্রশাসনের নিকট দাবী করেন, ইন্টার নেট থেকে খারাপ দিকগুলো তুলে নিতে হবে এবং সমাজ থেকে সকল প্রকার মাদক দূর করতে হবে। এরপর মানব বন্ধনে উপস্থিত সকলেই নিস্পাপ সুমাইয়া খাতুন যাতে জান্নাতবাসী হয় সেই লক্ষে দুহাত তুলে দোয়া করেন।
উল্লেখ্য গত ১লা ফেব্রুয়ারী-২০২০ তারিখ সন্ধা রাতে পারকৃষ্ণপুর গ্রামের ইসলামের ছেলে মুমিনুল ইসলাম একই গ্রামের দিনমুজুর নাসিরুল ইসলামের শিশু কন্যা সুমাইয়া খাতুন (৭) কে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে।
আরো পড়ুন-আ’লীগ যেটাই করে বিএনপির কাছে তা কালো আইন: আইনমন্ত্রী