চুয়াডাঙ্গা জেলার দর্শনায় নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা খুশি। তবে আগামী দিন ছেলে মেয়েদের লেখা পড়া কেমন হবে তা নিয়ে ভাবছেন অভিভাবকরা।
এ দিকে বছরে শুরুতেই বই দেওয়ার কথা থাকলেও কোন কোন বিদ্যালয়ে শুক্রবার বই বিতরণ করেননি। তবে বেশ কিছু বিদ্যালয় ঘুরে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা স্বতর্স্ফূত ভাবে বছরের প্রথম দিনেই বই সংগ্রহ করছে।
গতকাল শনিবার দর্শনা আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করা হলেও সকল ছাত্র-ছাত্রী পূণার্ঙ্গ বই পাইনি। ফলে অনেক ছাত্র-ছাত্রী মন খারাপ করে চলে যায়। দর্শনা আইডিয়াল স্কুলের সভাপতি উত্তম কুমার দেবনাথের সভাপত্তিতে অভিভাবকদের উপস্থিতিতে বই বিতরণ করা হয়।
এসময় অভিভাবক ইকবাল হোসেন বলেন, কোভিড-১৯ এর ছাত্র-ছাত্রীদের যে গ্যাপটা হয়েছে তা কিভাবে পূরণ করা যায় সে বিষয় শিক্ষদের পরামর্শ দেন।
এছাড়া স্কুলের পরিচালক ইন্টারনেটে ক্লাস করা বা দূরুত্ব বজায় রেখে ক্লাস করা যায় কিনা ভেবে দেখার কথা বলেন। এছাড়া উপস্থিত ছিলেন, দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেনসহ অন্যান্য অভিভাবক বৃন্দ।