দর্শনায় ঝিনাইদহ র্যাব ৬ ও দর্শনা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৫বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাগেছে গত সোমবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় মদনা বাজার হতে প্রতাবপুরগামী পাকা রাস্তার উপর।
এ সময় দর্শনা থানার ওসি তদন্ত এস এম আমান উল্লাহ এর নেতৃত্বে, দর্শনা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন সঙ্গীয় অফিসার এসআই টিপু সুলতান, এসআই শামীম রেজা, এসআই সুজন অভিযান চালিয়ে মিলন মিয়া (৪০) কে গ্রেফতার করে। তার কাছন থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।সে ঝাঝাডাঙ্গা (বাগানপাড়া),ও মদনা (দক্ষিনপাড়ার মৃত্য মুজিবর রহমানের ছেলে।
গতকালই এস আই সোহেল রানা বাদি হয়ে শামীম রেজা নামে মাদক আইনে মামলা সহ আদালতে প্রেরন করেছে।অপরদিকে সোমবার ( ১৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ র্যাব ৬ মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা থানার আকন্দবাড়িয়া বটতলা বাজরের যাত্রী ছাউনির সামনে।
এ সময় র্যাব জীবনগর উপজেলার ছটাংগা পাড়ার শামীম রেজাকে (২২) গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশি করে ৪৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে দর্শনা থানায় শামীম রেজার মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকালই তাদের দুজনকে ১৯৭৪ সালের মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করছে।