দর্শনায় প্রতিবন্ধিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের ইলিয়াছের বাড়িতে এ বৈঠক অনুষ্টিত হয়।
উক্ত বৈঠকে মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার শাখা ব্যাবস্থাপক মকগুল হোসেনের সভাপতিত্বে এ স্বাস্থ্য সুরক্ষা বৈঠক অনুষ্টিত হয়।
এ বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ মিন্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন,বিল্লাল হোসেন।
স্যানিটেশন বিষয়ে আলোচনা করেন লাকিতারা ও সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন,মৌচাক সংস্থার সুপারভাইজার জিল্লুর রহমান।