দর্শনায় ফার্ণিচার নকশা ঘরে দুঃসহসিক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে দর্শনা কেরুজ আমতলা সংলগ্ন নকশা ঘরে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। এতে ব্যবসায়ীর প্রায় দু’লক্ষাধিক টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মিনাজের ছেলে মিরাজুল ইসলাম পেশায় একজন দর্শনা পৌর এলাকার আমতলা সংলগ্ন লিয়াকত আলীর “স” মিলের মার্কেটে মিরাজুলের কাঠের ফার্ণিচার নকশা ঘর।
এ নকশা ঘরে গত সোমবার দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা তার ঘর থেকে নকশা কাটিং মেশিনের কয়েকটি মটর, রুটার, ডিল মেশিন, হ্যান্ড করাত, বৈদ্যুতিক টেবিল ফ্যান সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ব্যবসায়ী মিরাজুল জানায়, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলি। এরপর দোকানে ঝাড়ু দেওয়ার সময় নজরে পড়ে ঘরে মেশিনের সাথে মটর সহ অনেক মালামাল নাই। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের জানালা খোলা দেখতে পাই।
ধারনা করা হচ্ছে চোরেরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের জানালা খুলে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করে চুরি করে পূনরায় ওই জানালা দিয়ে বের হয়ে পালিয়ে গেছে। এবিষয়ে দর্শনা থানায় মালামাল চুরির বিবরন দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন, আমরা চোর সন্দেহ আলামিন (২১) নামের একজনকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা এই চুরির ঘটনা উৎঘাটনের জোর প্রচেষ্টা চালাচ্ছি।