দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী রনি (২৬) কে আটক করেছে দর্শনা থানা পুলিশ।সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার কেন্দবনা গ্রামের মেশের আলীর ছেলে।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে দর্শনা থানা পুলিশ অভিযান চালায় কেরু এ্যান্ড কোম্পানির ১ নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর। এ সময় পুলিশ কাধেঁ ঝুলানো স্কুল ব্যাগের ভিতরে থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসডিল উদ্ধার করে।দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে, দর্শনা থানার এস আই সোহেল রানা, এস আই সুমন্ত বিশ্বাস, এ এস আই মামুনুর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা থানাধীন কেরু এন্ড কোম্পানীর ১ নং গেটের সামনে পাকা রাস্তার উপর।
এ সময় পুলিশ ২৩বোতল ভারতীয় ফেনসিডিলসহ নাচোল থানার কেন্দবনা গ্রামের রনি কে গ্রেফতার করে । আজ তাকে ১৯৭৪ সালের মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।