দর্শনায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ সুলতানপুর গ্রামের হযরত আলীকে ৪৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পৌনে এগারটার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালায় মদনা গ্রামে। এ সময় দর্শনা থানার এস আই তারিফুজ্জামান ও এ এস আই সানোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় মদনা গ্রামের জাহাঙ্গীরের বাড়ির পাকা রাস্তার উপর।
এ সময় দর্শনা থানা পুলিশের একটি চৌকসদল একটি এ্যাপাচি আর টি আর মোটরসাইকেল চ্যালেন্জ করে।পুলিশ তার মোটরসাইকেল তল্লাশি করে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হযরত আলী (৪৫) কে গ্রেফতার করে।
সে দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সুলতানপর গ্রামের দক্ষিনপাড়ার মুলাম হোসেনের ছেলে। আজ তাকে এস আই হারুন অর রশিদ বাদি হয়ে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।