দর্শনা পৌর এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নিযার্তন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবনতা প্রতিরোধ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসতেনতা মুলোক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় দর্শনা থানার ৩নং বিট পুলিশিং আয়োজনে ৯নং ওয়ার্ডের দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের চৌমোনিতে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার আশুর উদ্দিন আশুর সভাপতিত্বে, প্রধান অতিথী হিসাবে উপস্হিত থেকে আলোচনা করেন দর্শনা থানার ওসি তদন্ত এস এম আমানউল্লা আমান,তার বক্তব্যে বলেন,
তিনি এলাকার জন সাধারণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী নিযার্তন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবনতা প্রতিরোধ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ করতে আমিসহ আমার পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। সেই সাথে গ্রামবাসী যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে দ্রুত সমাজ থেকে মাদক ও সন্ত্রাসসহ সকল অপকর্ম দুর হবে।
এছাড়া উপস্থিত সকলকে তাদের ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ গড়ে তুলার পরামর্শ দেন এবং তিনি আরো বলেন, মেয়ে সংসারের বোঝা নয় তাদের লেখাপড়া করিয়ে সম্পদ করে গড়ে তুলতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং বিট পুলিশিং দায়িক্তভার এস আই টিপু সুলতান,এ এস আই শরিফুল ইসলাম,এ এস আই ইকবাল হাসান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন,ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সমাজ সেবক আজিজুল হক প্রমুখ।আরও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।