দীর্ঘ ৫ বছর পর ওয়ারিশ হিসাবে ২ দাগে প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল পেল সুফিয়া বেগম।
আদালত সুত্রে জানা গেছে ১৯৮০ সালে রেকর্ড হিসাবে মৃত আকবার মিয়া তার তিন ছেলের নামে দিয়ে দেয়। পরে তার বোন জমির ভাগ চাইলে দিতে অসীকার করে তার তিন ভাই। পরে কোন দিশা না পেয়ে আদালতে রেকর্ড কালেকশন মামলা করে। দীর্ঘ ৫ বছর মামলা চলার পর আদালত তাদের সাড়ে ৬ বিঘা জমি উদ্ধার করে দেয়।
গত শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের নাজির শ্যামল কুমার শাহ ভবানিপুর মৌজার ৮৫৮ ও ৮৫৬ নং ও ৮৬২ দাগের প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল করে দেন।
এ জমির ওয়ারিশ সুত্রে মেহেরপুর মল্লিক পাড়ার ৭ নং ওয়ার্ডের সুফিয়া বেগমের ছেলে টুকু ও খোকন কে ঢাক ঢোল পিটয়ে দখল মুক্ত করে দেন।
আদালত সুত্রে আরও জানা গেছে, দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আকবার আলী তার তিন ছেলে মান্নান, হান্নান ও তোতার নামে ১৯৮০ সালে বোনদের ফাকি দিয়ে তিন ছেলের নামে দিয়ে দেয়। সেই থেকে তার বোন সুফিয়া বেগম দাবি করলে দিতে অসীকৃতি জানায়।
তার ফলে আদালতে মামলা করলে ২ দাগে প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল করে দেয়।
-দর্শনা প্রতিনিধি