দর্শনায় ভোক্তা সংরক্ষণ অধিকার অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান চালায় দর্শনা রেলবাজারে বিলাসী কসমেটিকসে আমদানিকৃত ট্যাগ বিহীন অবৈধ বিদেশী ও নিম্ন মানের নকল ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরে একই বাজারের মায়ের দোয়া ফল ভাণ্ডারে অভিযান পরিচালনা করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মৃল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ৩ হাজার টাকা ও এক পোলক কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে দোকানে মেয়াদউত্তীর্ণ ও ভেজাল কসমেটিকস রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ অভিযান পরিচালনা কালে জরিমানা আদায়ের পাশাপাশি সকলকে সর্তক করে সবাইকে আইন মেনে ব্যাবসা করতে হবে এবং কোন রকম ভেজাল বা নকল কসমেটিকস রাখা যাবে না।
অভিযানে নেতৃত্বদেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যলয়ের সহকারী পরিচালক ও অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল আহম্মেদ। এ অভিযান পরিচালনায় সহায়তা করেন দর্শনা থানার পি,এস,আই ফাহিম সহ থানার একটি দল।