দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
দর্শনা পুরাতন বাজার দোয়েল ফার্মেসীর মালিক মোঃ হায়দার আলীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধেভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ১০.০০০(দশ) হাজার জরিমানা আদায় করে।
পুরাতন বাজার মাস্টার ফার্মেসীর মালিক মোঃ আবু সাঈদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, পুরাতন বাজারে অবস্থিত সুমন ফল ভান্ডারের মালিক মোঃ সুমন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ৩ হাজার টাকা এবং মোমিন ফল ভান্ডারের মালিক মোঃ মমিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সজল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশ একটি দল।