দর্শনায় মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যগে কালিদাসপুর ১৬টি পরিবারের মাঝে সেমি-পাকা স্বাস্থ্যসম্মত ল্যাটিন বিনামূল্য স্থাপন করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার, দর্শন্য পৌরসভার ৬নং ওয়ার্ডের কালিদাসপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যাদের কোন স্যানিটেশন ব্যবস্থা নাই। এমন ১৬টি পরিবারের জন্য ১৬টি সেমি-পাকা স্বাস্থ্যসম্মত ল্যাটিন স্থাপন করে দেওয়া হয়েছে। তাদের পরিবারের ১ (এক) জনকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার ও রক্ষনাবেক্ষনের উপর এক দিনের ওরিয়েন্টশন প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী,নির্বাহী পরিচালনক মনিরুজ্জামান, এ সময় আরও উপস্থিত ছিলেন, মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার ম্যানাজার মকবুল হোসেন, সুপারফাইজার জিল্লুর রহমান, আবদুল্লা আল মামুন, বিল্লাল হোসেন।
এ সময় উপকার ভোগীদের মধ্যে হরি বিশ্বাস, গয়েশ্বরী বাল্য, কনিকা নালা, সন্যাসী বিশ্বাস,শ্রী সুফল বিশ্বাস, শ্রীমতি বিসু বালা, অলোকা রানীর বাড়িতে বিনামূল্য একটি করে সেমি পাকা ল্যাটিন স্থাপন করেন। তারা সেমি পাকা ল্যাটিন পেয়ে মৌচাক সমাজ কল্যান সংস্থার সাধুবাদ জানিয়েছে