দর্শনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় দর্শনার কেরুজ বাজার মাঠে দর্শনা পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণ মাঠে আসে দলে দলে র্যালি নিয়ে মাঠে আসে। এর পর জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা ২আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর, দর্শনা পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ডার রুস্তাম আলী, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচ এম লুৎফুল কবীর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগে সভাপতি আরিফ ইসলাম, দর্শনা পৌর ছত্রলীগের সভাপতি ববি, দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক তোফাজ্জের হোসেন তপু, এমপির পিএস শওকত আলী সুমন।
পরে দর্শনা অডিটোরিয়াম বঙ্গবন্ধু আন্তর্জাতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
অপরদিক কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম সাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে কেরু এ্যান্ড কোম্পানী। সকালে স্থানীয় কেরুজ ক্লাব মাঠে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও শেষে বিশেষ দোয়া সম্পন্ন করা হয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন, জি এম (কারখান) সুমন কুমার সাহা,জি এম (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, জি এম (ডিস্টালারি) ফিদা হাসান বাদশা,জি এম (কৃষি) কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সহ সম্পাদক খবির উদ্দিন সহ মিলের অন্যান্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারি শ্রমিক ও স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীগন উপস্থিত ছিলেন।