সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের আষ্টমী তিথিতে। তার জন্মতিথিকে ঘিরে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে জাঁকজমক পূর্ণভাবে শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মদিনে শুভ জন্মাষ্টমী ২০২৩ পালিত হয়েছে।
দেশের হিন্দু সম্পদায় ভাব গাম্ভীর্য ও ঢাক ঢোল পিটিয়ে উৎসবের মধ্যে দিয়ে এই উপলক্ষে সনাতন ধর্মলম্বীরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা বের করে দর্শনার বিভিন্ন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । চুয়াডাঙ্গা, আলমডাঙ্গ, দর্শনা,গড়াই টুপি সহ বিভিন্ন স্থানে এই শোভাযাত্রা র্যালি হয়।
আজ বুধবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজার মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলি মুনসর বাবু, চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার সাহা, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলার সম্মেলন কমিটির আহবায়ক উত্তম কুমার দেবনাথ,পুরাতন বাজার পূজা মন্দির কমিটির সভাপতি প্রন্ত কুমার দেবনাথ,সাধারণ সম্পাদক মিল্টন কুমার শাহা,বাংলাদেশ হিন্দু বোদ্ধৃ খিষ্টান ঐক্য পরিষদের দর্শনা থানার সাধারন সম্পাদক অন্তত কুমার শান্তারা মঙ্গল প্রমুখ।
এ র্যালিতে শত শত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ কিশোর-কিশোরী শিশুরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।