কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্দ্যেগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সেক্রটারী ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা সিসিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম ওসমান, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বকুল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সদস্য ডাক্তার আব্দুল হান্নান।
মানববন্ধনে বক্তরা বলেন, দিন দিন সাংবাদিকদের উপর নির্যাতন বাড়ছে। সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না। সাগর-রুনি হত্যা এক যুগ পার হলেও সেই বিচার আজও হয়নি। কয়েক দিন আগে আমাদের সহকর্মী রুবেলকে হত্যা করা হলো। প্রশাসন লাশ উদ্ধার করতে অনেক সময় নিল। আসামিদের গ্রেপ্তার করতে গড়িমসি করেছে। ডিজিটাল যুগে কেনো এত সময় লাগছে আসামি শনাক্ত করতে, কেন গড়িমসি করছে আমরা বুঝতে পারছি না।
বক্তরা অনতিবিলম্বে সাংবাদিক রুবেল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক শিশির, সাংগাঠনিক সম্পাদক তমছের আলী, দর্শনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, প্রেসক্লাবের সহ-সম্পাদক মনিরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এফএ আলমগীর, হানিফ মন্ডল এবং সাংবাদিক সমিতির সহ-সম্পাদক নজরুল ইসলাম, সাংগনিক ও অর্থ সম্পাদক মাহমুদ হাসান রনি, সাহিত্য- সাংষ্কৃতি ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।