চুয়াডাঙ্গার দর্শনায় সাংবাদিক হানিফ মন্ডলের মা ছপুরা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।
বাধ্যকজনিত কারনে মঙ্গলবার সকাল ৮ টার দিকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। ওই দিনই বাদ যোহর মেমনগর স্কুল মাঠে তার লাশের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার জানাজায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সমাজ সেবক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধীক মুরসল্লী।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চুয়াডাঙ্গা-২আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, এবং সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক তারিক জামান, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এফএ আলমগীর, চঞ্চল মেহমুদ ও হানিফ মন্ডল এবং সাংবাদিক সমিতির সাংগনিক ও অর্থ সম্পাদক মাহমুদ হাসান রনি, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাহিত্য, সাংষ্কৃতি ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব মামুন ও ইকরামুল হক পিপুল, সদস্য সাবেক সেক্রটারী হারুন রাজু, সদস্য হাসমত আলী, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আ. হান্নান, সুকমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন প্রমুখ।