দর্শনায় অভিযান চালিয়ে ২ হাজার লিটার সোয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মেসার্স মা এন্টার প্রাইজ ও শাহ এন্টারপ্রাইজের মেয়াদত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
জানাগেছে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে দর্শনা পুরাতন বাজার মেসার্স মা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রাজিবুল ইসলাম ও শাহ এন্টার প্রাইজের সত্বাধিকারী শাহিন শাহ সায়মনের দোকানে অভিযান চালায়।
এ সময় মেসার্স মা এন্টার প্রাইজের দোকানে ও গোডাউনে লুকিয়ে রাখা ২ হাজার পিচ (১ লিটার) বোতলজাত সোয়াবিন তেল উদ্ধার করে। পরে ভোক্তা অধিকার ও পুলিশ উপস্থিত থেকে সাধারন মানুষের কাছে বোতলের রেট ধরে বিক্রি করে।
এ অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলার ভোক্তা অধিকারের উপ সহকারি পরিচালক সজল আহম্মেদ ও দর্শনা থানার এসআই আসলাম উদ্দিন।
এ ঘটনায় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ মেহেরপুর প্রতিদিনকে বলেন, আমরা জানতে পারি গত মার্চ মাসে অবৈধভাবে তেল মজুদ করে বাজার সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি করছে। আমরা সে সংবাদ পেয়ে দর্শনা পুরাতন বাজার মেসার্স মা এন্টার প্রাইজে অভিযান পরিচালনা করে দোকানসহ গোডাউনে চুরি করে রাখা ২ হাজার লিটার সোয়াবিন তেল জব্দ করি। পরে ঐ তেল বোতলের রেট ধরে সাধারন মানেষের কাছে বিক্রি করি। তিনি আরও বলেন, বাজারে কৃত্তিম সংকট দেখিয়ে মজুদ করে রাখে তাহলে কোন ব্যবসায়ীদের ছাড় হবে না।