দর্শনা থানা পুলিশ মাদক অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টা ট্যাবলেট ও গাজাসহ ৩ জনকে আটক করেছে। জানা গেছে গত রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা পৌর শহরের দর্শনা দক্ষিনচাঁদপুর গ্রামে।
দর্শনা থানার চৌকস অফিসার এস আই সুমন্ত বিশ্বাস,এ এস আই আনারুল ইসলাম এ এস আই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করে ১০৯৬ পিচ ট্যাপেন্টা ট্যাবলেট।এ সময় পুলিশ দর্শনা দক্ষিনচাঁদপুর লাইন পাড়ার লাল মিয়ার ছেলে সামারুল (২৭) কে আটক করে।
পরে পুলিশ তার ঘরের ভিতর থেকে নিষিদ্ধ ১০৯৬ পিচ ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে।এ ঘটনায় এস আই সুমন্ত বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করে।