দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার বাংলা মদ সহ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় রবিবার রাত ১০ টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা রেল বাজার কাঁচা পট্টিতে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে এস আই আঃ রহমান এস আই মোস্তফা কামাল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায় দর্শনা রেল বাজার কাঁচা পট্টিতে।
এ সময় পুলিশ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ের দর্শনা থানার আক্ন্দবাড়িয়া গ্রামের রবিউলের ছেলে বাংলা মদ ব্যাবসায়ী খলিল(৩৫) কে গ্রেফতার করে।
এ ঘটনায় এস আই আঃ রহমান বাদি হয়ে অজ্ঞাত দুইজন সহ তিন জনের বিরুদ্ধে দায়ের করেছে মামলা।
তাকে মাদক আইনে মামলাসহ কোট হাজতে প্রেরন করেছে।