দর্শনায় ৮৯ ব্যাচের উদ্দ্যেগে দর্শনা সরাকরী কলেজে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার সন্ধা ৬ টার দিকে দর্শনা সরকারী কলেজের একটি কক্ষে ৮৯ ব্যাচের উদ্দ্যেগে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। উক্ত দোয়া মাহফিলে দর্শনা সরকারী কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা-শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র আতিয়ার রহমান হাবু সাবেক উপধাক্ষ মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ৮৯ ব্যাচের সাধারন সম্পাদক আব্দুস আজাদ বিপু,কনিকা সিডের পরিচালক নুর আলম লিটন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক হানিফ মন্ডল, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন ও ৮৯ ব্যাচের সকল বন্ধুবর।