জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন দর্শনা আকন্দবাড়ীয়ার বাউল পরিষদের শিল্পী যাত্রাভিনেতা আকাল উদ্দীন (৬০) গতকাল রবিবার দুপুরে নিজ গ্রাম ঈশ্বরচন্দ্রপুরে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৯৯৯ সালে লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর তিনি গ্রামীণ লোকজপালা নছিমন সুন্দরী, রুপ বানের পালা, অরুণ শান্তি, কাজল রেখা, কারবালার কান্না, গুনাই বিবি, সাগর ভাষা, আলোমতি প্রেমকুমার ও বেহুলার পালায় অভিনয় করেছেন।
তিনি এসব ছবিতে অন্যতম ডাইরেক্টর ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাউল পরিষদের উপদেষ্টা ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কাউন্সিলর মইন উদ্দিন মন্টু, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম, সংগঠনের ওস্তাদ আমির হোসেন, রহম আলী, ম্যানেজার কামাল হোসেন, সংগঠনের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউল সহ সংগঠনের সকল সদস্য।