দর্শনা ওয়াল্টন প্লাজার পণ্যক্রয় করে মারা যাওয়া একটি পরিবারকে আর্থিক সহায়তা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টায় দর্শনা বাসস্ট্যান্ড পাড়ায় এ আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দর্শনা বাসস্ট্যাান্ড পাড়ার মৃত আব্দুস ছাত্তার মাষ্টারের ছেলে সাইফুল ইসলাম (৪৫) দর্শনা ওযালটন প্লাজা থেকে ৫ হাজার ৬৪০ টাকা মূল্যের একটি ব্লেন্ডার কিস্তিতে ক্রয় করেন। এ মাল ক্রয়ের পর দুটি কিস্তি দেওয়ার পরে তিনি মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে দর্শনা ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করে মারা যাওয়ার পর কিস্তি ক্রেতা ও পরিবার সুুরক্ষা নীতির আওতায় মৃত সাইফুল ইসলামের পরিবারেেক আর্থিক সহায়তা প্রদান করা হয়। দর্শনা ওয়ালটন প্লাজার আর্থিক ৫০ হাজার টাকার সহায়তা গ্রহণ করেন মৃত সাইফুল ইসলামের স্ত্রী। মৃত বরণকারী সাইফুল ইসলামের বড় ভাই ফরহাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত থেকে আলোচনা করেন, ঝিনাইদহ জোনের জোনাল সেলস ম্যানেজার সাব্বির হোসেন, জোনাল ক্রেডিট ম্যানেজার জুনায়েদ নোমানী, দর্শনা ওয়ালটন প্লাজার ম্যানেজার বেনজীর আহাম্মেদ।
এসময় জোনাল ক্রেডিট ম্যানেজার জুনায়েদ নোমানী বলেন,বিশ্বে একমাত্র ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পাানী ওয়ালটনই সর্বপ্রথম কিস্তি ক্রেতা ও পরিবার সুুরক্ষা নীতির আওতায় অনাদায়ী কিস্তির টাকা মওকুফ সহ মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে এবং পরবর্তীতে এই সহায়তা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।
জীবননগর ওয়ালটন প্লাজার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ উক্ত প্লাজার কর্মচাারীবৃন্দ। এসময় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাও. ওসমানন গণি।