দর্শনা কেরুজ চিনিকলের বয়লারে খড়ি জন্য মরাগাছ কাটার অযুহাতে বাগান কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে বীজ পরিদর্শন ও কৃষিতত্ব বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হলে শাক দিয়ে মাছ ঢাকার পায়তারা চালাচ্ছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে সচতেন মহল।
জানাগেছে, দর্শনা কেরুজ চিনিকলের মাড়াই মোরসুম শুরু হলে বিজ্ঞপ্তি দিয়ে বয়লারের জন্য খড়ি সংগ্রহ করে থাকে। বিধি মোতাবেক ২০২১-২২ মড়াই মোরসুমে টেণ্ডারে অংশ গ্রহণ করে খড়ি সরবরাহের জন্য অনুমোদন পায় দর্শনা ইসলাম বাজারের ঠিকাদার আতিয়ার রহমান হাবু।
তিনি চুক্তি মোতাবেক চলতি মাড়াই মোরসুমে ৪৫ কার্যদিবসের জন্য ১১শ মেট্রিক টন খড়ি সরবরাহ করেন। মাঝে পথে বয়লারে দেখা দেয় খড়ির সংকট। সে সংকট মেটাতে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে চিনিকলের বিভিন্ন কৃষি খামারের মরাগাছ কাটার নির্দেশ দেন।
সেই সাথে গাছ কাটার জন্য ২ লাখ টাকা বরাদ্ধও দেয়া হয়। অভিযোগ উঠেছে গাছ কেটে খড়ি সংগ্রহ করার দায়িত্বে থাকা বীজ পরিদর্শন ও কৃষিতত্ব বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন খড়ি সংগ্রহের অযুহাতে বিভিন্ন খামারের মূল্যবান গাছ কেটে সাবাড় করে দিয়েছেন।
মূল্যবান গাছে ফার্ণিচার তৈরীরর উপযোগি সারি গাছগুলো অন্যত্রে সরিয়ে রেখেছেন। সেই সাথে প্রায় দেড়লাখ টাকার খড়ি অন্যত্রে বিক্রিও করে দিয়েছেন তিনি।
যদিও গাছ কাটার জন্য কর্তৃপক্ষ বীজ পরিদর্শন ও কৃষিতত্ব বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে প্রধান করে মহা-ব্যবস্থাপক (অর্থ) গোলাম জাকারিয়া, সিভিল ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত ও জহির উদ্দিনের (ভুমি) সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, প্রতিবছর মাড়াই মরসুমে সংকট দেখিয়ে কৃষি খামারের মূল্যবান গাছ কর্তন করা হয়ে থাকে। তা থেকে কিছু অংশ খড়ি হিসাবে বয়লারে যায়। আর গাছের মূল্যবান অংশ কারো কারো বাড়ির ফার্নিচার বানানোর জন্য চোখের আড়াল করে রাখা হয়। পরে সুযোগ সুবিধা বুঝে স মিলে নিয়ে চেরা হয়।
এব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে।
মরাগাছ কাটার অযুহাতে খামারের বাগান কেটে সাবাড় করার ব্যাপারে চিনিকলের ব্যবস্থপনা পরিচালক মোশারফ হোসেন অভিযুক্ত দেলোয়ারের পক্ষ নিয়ে বলেন, আমি সব জানি। কোন অনিয়ম হয়নি। কমিটির মাধ্যমে গাছ কাটা হচ্ছে। আর কাটার জন্য অর্থও বরাদ্ধ দেয়া হয়েছে। শুনেছি একটি গাছ কাটা হয়েছে খতিয়ে দেখছি। এ যেন শাখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সচেতন মহলের দাবি চনিকিলটিতে সব জায়গায় চলেছে লুটপাট। তার পরও বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে করপোরেশন যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।