দর্শনা কেরুজ বাংলা মদ বোতলজাত করণ বন্ধের নিদের্শনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সহকারী সচিব বোতল জাত করন বন্ধের পত্র প্রেরণ করেছে। গতকাল বুধবার এ নিষেধাজ্ঞা জারি করে কেরু চিনিকলের ব্যবস্থপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয় এ চিঠি। হঠাৎ করে বৃটিশ আইনকে তোয়াক্কা না করে নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এ সিদান্ত নেয়।
সে বোতল জাত করার জন্য তড়িঘড়ি করে দৌড়ঝাঁপ শুরু করে বলে জানায় শ্রমিক কর্মচারী। সে কোন কিছুর তোয়াক্কা না করে বাংলা মদ বোতলজাত করার সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিক ও কর্মচারী এবং শ্রমিক নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে এ চিনিকলে।
এরপর দ্বিতীয়বারের মত আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ৪১, কেরুজ বাংলা মদ বোতলজাত করণ বন্ধের নিদের্শনা জারি করেছে। এ পত্রে বলা হয় বাংলাদেশ গেজেট-২০২২ উল্লেখ থাকার পরও পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না নিয়ে কেরু এন্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড দেশীয় মদ বাংলা মদ বোতল জাতকরণ করা নির্দেশ প্রদান করেন।
গত ১১,১২,২০২৪ পলিথিন প্লাষ্টিক বোতল বর্জন পরিষদ এর আবেদনের প্রেক্ষিতে প্লাষ্টিক বোতলে পণ্য স্বাস্থ্যসম্মত কিনা যাচাই বাচাই না করে বোতল জাত করা যাবে না। এছাড়া রাসায়নিক পরীক্ষাগারে পন্য সমগ্রী কতটা স্বাস্থ্য সম্মত বা পরিবেশ দুষনমুক্ত তা পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না নিয়ে বোতল করা সঠিক নয়।এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।