দর্শনা কেরু চিনিকলের অধিনে নিরাপত্তা প্রতিদিনে হাজিরা ৪৯০ টাকা যা দিয়ে দিনপাত করা কঠিন হয়েছে। একদিকে দিন হাজিরা কম অপরদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যে বৃদ্ধি হওয়ায় সংসার চালাতে নাভিশ্বাস হয়ে পড়েছে এমটি বলেন হানিফ নামে নিরাপত্তা কর্মী।
এছাড়া ডিউটি থাকলে হাজিরা না থকলে হাজিরা হবে না এ নিয়মে চলছে এসব নিরাপত্তা সদস্যরা। বিগত ১৬ থেকে ২০ বছর ধরে এ ভাবেই চলে আসছে বলে জানান হাবিলদার জসিম উদ্দিন। সেটাপে অধিনে ৬০জন থাকার কথা থাকলেও সেখানে ৫৮জন নিরাপত্তা সদস্য রয়েছে । দুইটি পদ শূন্য রয়েছে। ফলে এ ৫৮ জন নিরাপত্তা সদস্য মিলের সিকিউরিটি দিয়ে যাচ্ছে এসব নিরাপত্তা সদস্যরা।
এ বিষয়ে সহকারী ব্যবস্থাপক বা নিরাপত্তা অফিসার মোজাহিদুল ইসলামের নিকট নিরাপত্তা সদস্যদের দিন হাজিরা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এমন কোন উদ্যোগ নেই। তবে কর্তৃপক্ষকে হাজিরা বাড়ানো বিষয় উদ্যোগ নেয়া হয়নি। উদ্যোগ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন না। তবে কোন সময় এ বিষয় কথা উঠলে কর্তৃপক্ষকে বলে দেখার চেষ্টা করবো।
নিরাপত্তা শ্রমিকদের দাবী বর্তমান বাজার দরের দিকে লক্ষ্য রেখে আমাদের দিন হাজিরা বাড়িয়ে দিলে আমরা ছেলে মেয়ে নিয়ে ভালভাবে খেয়ে পরে বাচঁতে পারতাম। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে দিন হাজিরা বাড়ানোর দাবী করেছে এসব নিরাপত্তা সদস্যরা।