চুয়াডাঙ্গার দর্শনা আন্তজার্তিক চেকপোস্টে ক্যান্সার রোগীকে নামানোর ঘটনায় মন্টু মিয়া (৪০) নামে এক ড্রাইভারকে মুখে ঘুষি মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ৬ বিজিবি সদস্যদের বিরুদ্ধে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দর্শনা সীমান্তের চেকপোস্টের আইসিপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহের কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু তার ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে মাইক্রোবাসযোগে দর্শনা আন্তজার্তিক চেকপোস্টে পৌছান। এসময় কাস্টমস-ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে আইসিপির সামনে মাইক্রোবাস থামিয়ে রোগীকে নামানো হচ্ছিল। আইসিপি ভবনের সামনে মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হন বিজিবি সদস্যরা। সে সময় ওই মাইক্রোবাসের চালক মন্টু মিয়ার সাথে বিজিবির নায়েক সুবেদার আইসিপি ইনচার্জ মোহাম্মদ জামাল ও নায়েক আব্দুল মান্নানের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নায়েক আব্দুল মান্নান চালক মন্টুকে স্বজরে মুখে ঘুষি মারে। এতে চালকের বাম চোখের কপালের ভ্রু কেটে যায়। ৬ বিজিবি সদ্যস্যরা পরে তাকে বিশ্রামাগারে নিয়ে চিকিৎসা দেয়। স্থানীয় এক চিকিৎসক তাকে একটি সেলাই দেয়।
ঝিনাইদহের কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু অভিযোগ করে বলেন, আমার মা একজন ক্যান্সার রোগী। তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তাই মাইক্রোবাসযোগে তাকে কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করা হয়। এরপর বর্ডার পার হওয়ার জন্য রোগীকে ভ্যানে তুলতে গেলে মাইক্রোবাস দাড়ানো দেখে ক্ষিপ্ত হয় বিজিবি সদস্যরা। পরিচয় দেয়ার পরও চড়াও হন তারা। অসুস্থ রোগী থাকা সত্বেও চালককে ঘুষি মারেন তারা। রক্তাক্ত জখম হলে চোখের ভ্রুতে একটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে দর্শনা আইসিপি চেকপোস্ট ইনচার্জ নায়েক সুবেদার মোহাম্মদ জামাল বলেন, গাড়ি প্রবেশ নিয়ে বিজিবির সৈনিকদের সাথে চালকের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় সাংবাদিকদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়ে গেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।