দর্শনা জয়নগর সীমান্তে ৬৪ লক্ষ টাকা মৃল্যের ৬ টি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ৬ বিজিবি।
জানাগেছে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে দর্শনা জয়নগর আইসিপি চেকপোষ্ট দিয়ে ভারতে স্বর্ন পাচারকালে পাসপোর্টধারী যাত্রী (পাসপোর্ট নম্বর-ই০০৫২৫০৩২) সোহাগ (২৩) কে আটক করে।
সে শরিয়তপুর জেলার জাজিরা থানার মেহেরআলী মাতবর কান্দী গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে।
বিজিবি জানায় গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ন পাচার হবে এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসির নেতৃত্বে, দর্শনা আইসিপি চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত মেইন পিলার ৭৬ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত তার নজরদারী বৃদ্ধিসহ গমনাগমনকারী যাত্রীদের বহনীয় লাগেজ ও অন্যান্য মালামাল গভীরভাবে তল্লাশী কার্যক্রম শুরু করে। বিজিবি তার লাগেজ তল্লাশী করে কিছুই পায়নি। পরে তার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার শরীর এক্সরে করানো হলে শরীরের মলদ্বারে ধাতব জাতীয় বস্তু দেখতে পাওয়া যায়। মলদ্বারের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ৭শ গ্রাম ওজনের ০৬টি স্বর্ণের বার দেখতে পায়। তার মলদ্বারের ভিতর থেকে ৬ টি স্বর্নের বার উদ্ধার করে। তার ব্যাগে থাকা ০১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল এবং তার কাছে থাকা ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮শ টাকা জব্দ করে। ৬টি স্বর্নের বাজার মৃল্য ৬৪ লক্ষ টাকা।
এ ঘটনায় দর্শনা আইসিপি কমান্ডার আব্দুল জলিল বাদি হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। গতকালই স্বর্নের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা প্রক্রিয়াধীন রয়েছে।