দর্শনা থানার নামে ফেক ফেজবুক আইডি খুলে মানহানীকর মন্তব্য ও স্কিন শর্ট দিয়ে প্রতারনার করা হয়। এ অভিযোগে অভিযুক্ত হ্যাকার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের তাহসিন ওরফে তুহিন (২৪) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝপাড়ার তাহাজ্জেল আলীর ছেলে। এব্যাপারে অভিযুক্তর বিরুদ্ধে দর্শনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দর্শনা থানা নামক ফেইসবুক আইডি যার আইডি লিংক https: www.facebook.com/darsana.thana
এ চক্রকে ধরতে দর্শনা থানা পুলিশ শনিবার সকাল পৌনে ১০টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝপাড়ায়।
এসময় মাঝপাড়ার তাহাজ্জেল আলীর বাড়ি অভিযান চালিয়ে ফেসবুক হ্যাক করার অপরাধে তার ছেলে তাহসিন ওরফে তুহিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
এসময় গ্রেফতারকৃতর দখল হতে ১টি স্যামস্যাং স্মার্ট মোবাইল ফোন সহ ব্যবহৃত ২টি সীমকার্ড জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(১)(ক)/২৯(১) ধারায় মামলা দায়ের করে গতকালই আসামীকে চুয়াডাঙ্গার আমলী আদালতে সোপর্দ করা হয়েছে।