চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় দর্শনা থানার ওসি জনাব মোঃ মাহাবুবুর রহমান কাজল এর নেতৃত্বে গতকাল দুপুর ২ ঘটিকার সময়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই হারুন অর রশিদ, এ এস আই মারুফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন মদনা গ্রামের গেট পাড়া থেকে মোজাম্মেল হাজীর মেহগনি বাগানের মধ্যে হইতে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা সহ আসামি মোঃ হাবিবুর রহমান (২৫) কে আটক করা হয়।
আসামী হাবিবুর পিতা-মোঃ মুকুল আলী, মাতা-মোছাঃ মাজেদা খাতুন এর ছেলে, গ্রেফতার কৃত আসামী মোঃ হাবিবুর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা বেলে মাঠপাড়া গ্রামের বাসিন্দা । গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।