দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ কুড়ুলগাছির বিপুল হাসান (২৩) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এসআই শামীম রেজা, এসআই সোহেল রানা, এএসআই সানোয়ার হোসেন, এএসআই মামুনুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামে।
এসময় গ্রামের গুলশানপাড়ার মৃত ফলেহার মন্ডলের ছেলে তারিকুল ইসলামমের বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হতে বিপুল হাসান (২৩) নামের এক ব্যাক্তির পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে বাহির করে দেওয়া ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী দামুড়হুদা উপজেলার
দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামের বাগানপাড়ার বাসিন্দা ও মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।