চেক জালিয়াতির অপরাধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার হিসাব রক্ষক এস এম রুমি আলম পলাশ কে সাময়িক বরখাস্ত করেছে পৌর পরিষদ।
জানা গেছে, দর্শনা পৌর সভার চলতি বছরের বার্ষিক হিসাব করতে গিয়ে দেখা য়ায় হিসাব রক্ষক এস এম রুমি আলম পলাশ ও সহকারী ইঞ্জিনিয়ার আব্দুস সামাদের যোগসাজসে পৌর মেয়র মতিয়ার রহমান এর সই জাল করে ১৭ লাখ ৫২ হাজার টাকা উত্তোলন করেছেন।
বিষটি দর্শনা পৌর দৃষ্টিগোচরে আসে। ফলে হিসাব রক্ষক এস এম রুমি আলমকে সাময়িক বরখাস্ত করে পৌর কর্তৃপক্ষ ৩ সদস্যর একটি তদন্ত দল গঠন করেন।
এ তদন্ত দলে রয়েছেন দর্শনা পৌর সচিব মনিরুজ্জামান সিকদার সরোয়ার হোসেন ও ইউনুস আলী। ঘটনাটি দর্শনা পৌর সচিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, তদন্তের সার্থে আমরা এখন কিছুই বলবো না। তদন্ত শেষে জানাতে পারবো। এ বিষয় দর্শনা পৌর মেয়র বলেন, বিষয়টি তদন্ত শেষে আমরা পরে জানাতে পারবো।