দর্শনার পারকষ্ণপুর-মদনা ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় দর্শনা পৌরসভার হল রুমে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগর।
তিনি বলেন, এ সরকার জনবান্ধব সরকার। দেশকে এগিয়ে নিতে আরেকবার জননেত্রী শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প রাস্তা নাই।
আলোচনা শেষে পৌর প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড ধারীদের মাঝে নগত অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ৯টি ওয়ার্ডে জন প্রতি ৪৫০ টাকা করে ৩৩১৭ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল কবির সুমন, প্যানেল মেয়র-২ রেজাউর হক, এনামূল কবির, খালেকুজ্জামান প্রমুখ।