দর্শনায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে দর্শনা পৌরসভার আয়োজনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর মেয়র মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, কেরু চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দীন, দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসারার অধ্যক্ষ শফি উদ্দীন, দর্শনা প্রবীণ কমিটির সভাপতি হাজি আকমত আলী, দর্শনা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নাজিম উদ্দীন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা হাজী এরশাদ আলী মাষ্টার, আব্দুস সবুর, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, জয়নাল আবেদীন নফর, আব্দুল হাকিম, আ.গফুর, কামাল উদ্দিন আহাম্মেদ সান্টু, আ. জলিল, জাহিদুল ইসলাম, ফয়সাল, শিক্ষক হারুন অর রশিদ, আব্দুর রহিম, নাসির উদ্দীন মাষ্টার প্রমূখ।