চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাজার ছেয়ে গেছে ফরমালিন আমে, এতে করে হুমকিতে পড়ছে মানবদেহ। বর্তমানে বাংলাদেশে এখন আমের সিজেন চলছে আর এই সুযোগে কিছু অসাধু আম ব্যবসায়ী নিজের পকেট ভারী করতে কাঁচা আমে ফরমালিন মিশিয়ে আম তাড়াতাড়ি পাকিয়ে তা বেশি দামে বিক্রি করছে।
এতে করে মানবদেহে ব্যপকে ক্ষতি হচ্ছে। সামান্য কিছু টাকার লোভে কিছু অসাধু আম ব্যবসায়ী এই কাজ করছে এজন্য দর্শনা বাসী প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে এই কাজ কোন অসাধু আম ব্যবসায়ী করতে না পারে। বাংলাদেশে আমে ফরমালিন দেওয়ার জন্য কঠোর আইন ব্যবস্থা রয়েছে দর্শনা বাসী চাই আইনের সঠিক প্রয়োগ তাহলেই এই কাজ রোধ করা সম্ভব।
বাংলাদেশের অন্যান্য জেলার মত চুয়াডাঙ্গা জেলায় প্রচুর আমের বাগান আছে আর এই বাগান থেকে আম সংগ্রহ করে চুয়াডাঙ্গা শহর এবং দর্শনা সহ আশপাশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এই কারণে প্রশাসন যদি একটু সচেতন হয় তাহলেই এই আমে ফরমালিন দেয়া বন্ধ করা সম্ভব এজন্য দর্শনা বাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।