দর্শনা রেলগেটে আমির ও সুজন নামের দু’ব্যাক্তি অবৈধ্যভাবে চলিয়ে যাচ্ছে মদের জমজমাট ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে দর্শনা বাসস্ট্যান্ড-মুজিবনগর সড়কের রেলবাজার রেলগেট নামক স্থানের বৈশাখী হোটেলের নিকটবর্তী স্থানে অবৈধ্যভাবে এ মদের ব্যবসা বীরদর্পের সাথে নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে।
জানাগেছে, দর্শনা রেলগেট সংলগ্ন বৈশাখী হোটেল সংলগ্ন স্থানের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে আমির তার নিজ বাড়ির পার্শেই দর্শনা শান্তিপাড়ার সুজনকে নিয়ে গড়ে তুলেছে অবৈধ্য মদের জমজমাট ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে রেলগেট সংলগ্ন আমির তার সহযোগী দর্শনা শান্তিপাড়ার সুজনকে সাথে নিয়ে বীরদর্পের অবৈধ এ মদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। তাদের অবৈধভাবে এ মদের ব্যাবসার কারণে প্রতিদিন বিকাল হতে মধ্যরাত পর্যন্ত মদ সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়।
যার ফলে সেখান হতে উঠতি বয়সী সহ বিভিন্ন বয়সের মানুষ খুব সহজে মদ ক্রয়ের পর তা সেবন করতে পারছে। যার ফলে মদ সেবনের পর তারা মাতলামী সহ অশ্লিল গালমন্দের কারণে পথচারীদের চলাচলে নানাবিদ সমস্যার সম্মক্ষিন হতে হচ্ছে। তাই স্থানীয় ব্যবসায়ী সহ সচেতন মহলের দাবী অবৈধ্য মদ বিক্রি বন্ধ সহ ব্যবসায়ীদের আইনের আওতায় নিতে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর বলেন, মদের ব্যবসার বিষয়টি আমার জানানেই। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।