দর্শনা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। আটক করতে পারেনী চোরাচালনানীকে। এ অভিযানে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫টি প্যাকেটে সাড়ে ১৭ কেজি ভারতীয় তৈরী রুপার গহনা আটক করেছে। এসময় চোরাকারবারীর ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত ভারতীয় তৈরীকৃত রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমার প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে রুপার গহনা চোরাচালান যাচ্ছে এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৮ হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া পাঁকারাস্তার পাশে এ্যাম্বুশ করে। অবস্থানের একপর্যায় আনুমানিক দুপুর ৩ টার দিকে সীমান্তের শূণ্য লাইন হতে দর্শনা অভিমুখে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে। তখন উক্ত অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে গেলে চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে বিজিবি।
পরে টহলদল জব্দকৃত মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫ টি প্যাকেট হতে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত রুপার গহনা এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করে আটককৃত ভারতীয় তৈরীকৃত রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।