দর্শনা বাড়াদি কম্পের টহলদল অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি স্বর্ন অভিনব কৌশলে পাচারকালে মটরসাইকেলসহ এক স্বর্ন চোরাচালানীর গডফাদারকে আটক করেছে বিজিবি।
জানা গেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা সীমান্তের নাস্তিপুর থেকে বিজিবির টহলদল( ৫৮টি স্বর্ণেরবার) সাড়ে নয়কেজি সোনা সহ একজনকে আটক করেছে।দর্শনা থানায় মামলা হয়েছে। দর্শনা বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার জুলহাস উদ্দিন জানান ঐদিন গোপন সংবাদ পেয়ে টহলদলটি বেলা সাড়ে বারটার দিকে সীমান্তের নাস্তিপুর গ্রামের কবরস্হানের পাসে পৌছিলে একজন লোক বিজিবি দেখে পালানোর চেস্টা করে।
এ সময় বিজিবির টহলদল তাকে আটক ও দেহ ও মটরসাইকেল তল্লাসি করে ৫৮ টি স্বর্নের বার (সাড়ে নয় কেজি সোনা) উদ্ধার করে। আটক রাকিবুল (৩৭) নাস্তিপুর গ্রামের আঃ হাই মন্ডলের ছেলে। চুয়াডাঙা ব্যাটালিয়নের –৬ বিজিবি পরিচালক, অধিনায়ক লেঃ কর্নেল শাহ মো ইশতিয়াক পি এস সি জানান মামলা সহ আসামী দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে ও মালামাল চুয়াডাঙা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দর্শনা থানার ওসি এ এইচ এম দৈনিক জনবাণীকে বলেন স্বর্নের আটকের ঘটনায় এখনো মামলা হয়নি।