দর্শনা হটাৎপাড়ায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে দর্শনা কেরুজ বিভিন্ন ব্রান্ডের ৭ বোতল বিলাতি মদ সহ দর্শনা হটাৎপাড়ার চিনি কারখানায় চুক্তিভিত্তিক হিসাবে চাকুরী করেন, আমিরুল ইসলাম (৪০) ও জাহিদ হোসেন (২৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে দুই জনকে আটক দেখিয়ে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় বিভাগীয় স্টাফদের সমন্বয়ে দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে পরিচালনা কালে দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়া মোড় হতে আমিনুল ইসলাম (৪০) ও সাথে থাকা জাহিদ হোসেন (২৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলামের ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে সংযুক্ত ছবি সম্বলিত কেরুজ গোল্ড রিবেন্ড জিন ৭৫০ মিলি ৪ বোতল বিলাতি মদ, কেরুজ টিসারিনা ভদকা নামিও ৭৫০ মিলি ২ বোতল ও কেরুজ ফাইন ব্রান্ডি নামীয় ৭৫০ মিলিএক বোতল সহ সর্বমোট ৭ বোতল বিলাতি মদ উদ্ধার করা সহ তাদেরকে আটক করা হয়। আটক হওয়া আমিনুল ইসলাম (৪০) দর্শনা আনোয়ারপুর হটাৎপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে ও জাহিদ হোসেন (২৭) একই এলাকার রাহিদুল ইসলামের ছেলে।
আটককৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে তাদেরকে আসামি করে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।