চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে বিজিবি। এ অভিযানে চাপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা খুলনা গামী মহানন্দা এক্সপ্রেসে ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় ১ কেজি হেরোইন উদ্ধার করেছে। যার আনুমানিক মৃল্য ২২ লক্ষ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা রেলওয়ে ষ্টেশন হয়ে চাপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে ভারতীয় হিরোইন পাচার করা হবে এমন প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর দেড় টার দিকে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা রেলওয়ে হল্ট ষ্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বিজিবি সশস্ত্র টহলদল চাপাইনবাবগঞ্জ হতে খুলনা অভিমূখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসের দ্বিতীয় বগির ভিতর ক্যরিয়ারের উপর টিয়া রংয়ের একটি শপিং ব্যাগ দেখতে পায়। টহলদল উক্ত ব্যাগের মালিকানা না পাওয়ায় ব্যাগটি জব্দ করে পরবর্তীতে জব্দকৃত ব্যাগটি খুলে তার ভিতরে থাকা দুইটি লাল রংয়ের ব্যাগের ভিতর ছোট বড় ৯ টি পলিথিনের প্যাকেট হতে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সুবেদার মোঃ নওশের আলী বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমন তথ্য সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।