লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার তাতেই দারুণ খুশি এই ফরোয়ার্ড। সামনেও এই ধারা অব্যাহত রেখেই ছুটতে চান তিনি।
প্রতিশ্রুতি দিয়েছেন সামনে নিজের সেরাটা দেওয়ার।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিড টিভির সঙ্গে কথা বলেন ফরাসি তারকা। তিনি বলেন, ‘এটা সবসময় স্বপ্নের মতো যে, এই স্টেডিয়ামে দাঁড়িয়ে হাততালি পাব। রিয়াল সমর্থকেরা আমার নাম ধরে চিৎকার করছে, এটা তো আরো বেশি কিছু।
আমি খুবই খুশি, আমি দলে মানিয়ে নিয়েছি এবং আমি আমার সেরা খেলাটা খেলতে পারছি।’
কোপা দেল রে-র আগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুয়ের গ্যালারি থেকে দুয়ো ভেসে এসেছে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের দিকে। আর লাল পালমাসের বিপক্ষে ম্যাচে সেই গ্যালারিতেই ছিল উচ্ছ্বাসের জোয়ার। বিশেষ করে, এমবাপ্পের নাম ধরে গলা ফাটিয়েছেন সমর্থকরা।
আগের দিন আতলেতিকো মাদ্রিদের হার এবং বার্সেলোনার ড্রয়ে রিয়ালের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার। সে লক্ষ্যে মাঠে নেমে ২৭ সেকেন্ডের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে দলটি। তবে এমবাপ্পে, রদ্রিগো ও দিয়াজের গোলে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। জোড়া গোল করেন এমবাপ্পে। আর তাতেই তৃপ্ত এই ফরোয়ার্ড।
‘এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা জানি, গতকাল অাতলেতিকো মাদ্রিদের হার এবং বার্সেলোনার ড্রয়ের কথা, তাই আমরা জয় পেতে চেয়েছিলাম। যদি দ্রুত গোর খেয়ে আমাদের শুরুটা হয়েছিল খারাপভাবে। এর পর আমরা আক্রমণে উঠেছি, দ্রুতগতির ফুটবল খেলেছি, ফাঁকা জায়গায় হানা দিয়েছি দারুণভাবে। বেশ কয়েকটি গোল আদায় করে নিয়েছি। আমরা খুশি, কারণ আমরা এখন সবার ওপরে।’
আনচেলত্তিও প্রশংসা করেছেন এমবাপ্পের। তার ফর্মে ফেরায় স্বস্তিতে আছেন কোচ। ‘এমবাপ্পের ফর্ম আমাদের অনেক সাহায্য করছে। আজ আমরা ভালো খেলেছি। সঠিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম হয়েছি, যাতে ভালো সময় এবং কঠিন সময়গুলো ঠিকভাবে সামাল দিতে পারি।’
২০ ম্যাচে ৪৬ পয়েন্ট এখন রিয়ালের। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট আতলেতিকো মাদ্রিদের, ৩৯ পয়েন্ট বার্সেলোনা অ্যাথলেতিকো বিলবাওয়ের।
সূত্র: