মেটা কদিন আগে তাদের মিক্স রিয়েলিটি হেডসেট চালু করেছিল। তাদের নতুন কোয়েস্ট ৩ হেডসেট ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
জাকারবার্গের কোম্পানি এখন অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটির খাতে সবচেয়ে বড় কোম্পানি। কিন্তু ১০-১২ বছর বয়সীদের পক্ষে এই গ্যাজেট ব্যবহার করা সম্ভব ছিল না। কিন্তু মেটা কোয়েস্ট ২ আর কোয়েস্ট ৩ মডেল অল্পবয়সীদের উপযুক্ত করে তুলছে।
মূলত বাবা-মা তার সন্তানদের এ গ্যাজেট ব্যবহারের নিয়ন্ত্রণ পাবেন। বয়স অনুযায়ী এই অগমেন্টেড রিয়েলিটিতে স্টোর থেকে এমন অ্যাপই পাওয়া যাবে। মেটা বলছে, বাবা-মা এখন সন্তান কি দেখছে এবং ব্যবহার করছে তার নিয়ন্ত্রণ পাবে। ফলে প্রযুক্তির অপব্যবহারের সুযোগ এখানে নেই। বিশেষত এই বয়সীদের সামনে কোনো বিজ্ঞাপনও আসবে না। ফলে ভুল বা খারাপ কিছু দেখার সম্ভাবনাও ক্ষীণ।