দামুড়হুদায় আধুনিক শিক্ষার সমন্বয়ে ইন্টারন্যাশনাল হিফজ্ বিভাগ আন -নূর ইসলামি একাডেমির শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দামুড়হুদা বাসস্টান্ড চত্বরের অদূরে হামে হুজুর মার্কেটের ২য় তলায় আন – নূর ইসলামি একাডেমির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন-নূর ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি জুনাইদ আল হাবীবি।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল কাসেমী, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, মাওলানা আবুজার গিফারি,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, দামোদা বাস স্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, আব্দুল মালেক, আব্দুর সবুর, আন-নূর ইসলামি একাডেমির উপদেষ্টা আব্দুল হানিফ প্রমূখ।