দামুড়হুদায় এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। “এসো বন্ধু স্মৃতির টানে, মিলি আমরা প্রাণের বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১০টার সময় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসএসসি ৯২ ব্যাচের আয়োজনে সমাজের পিছিয়ে পড়া, গরীব ও অসহায় ২৭২টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান।
তিনি বলেন, “এটি একটি মহৎ উদ্যোগ। এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের এক প্ল্যাটফর্মে এনে সমাজের অবহেলিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এই প্রচেষ্টা প্রশংসনীয়। এতে বন্ধন আরও দৃঢ় হয় এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে আত্মিক শান্তি লাভ করা যায়।” তিনি এসএসসি ৯২ ব্যাচের সকল সদস্যকে এমন মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা এসএসসি ৯২ ব্যাচের সভাপতি নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহ-সভাপতি ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সাধারণ সম্পাদক আল হেলাল রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বেল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক একরামুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মজিবার হালসোনা, শহিদুল ইসলাম, আব্দুল মমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট টিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা মান্নান, প্যাকেটিং ও বিতরণ কমিটির আহ্বায়ক আলাউল হক, বাপ্পি, বাদশা, মমিন, আশরাফুল, শাহিন, মিজানুর, মামুন, এনামুল, সিরাজুল, আলিমুল হাকিম, আবু সাঈদ, আসাদুর রহমান বাদশা, আব্দুর রশিদ, সামাদ, ইকবাল হোসেন, আজাদসহ উপজেলার এসএসসি ৯২ ব্যাচের অন্যান্য বন্ধুরা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল খালেক।